
নিজস্ব প্রতিবেদক
বর্ষা মৌসুম গাছের চারা রোপণের মোক্ষম সময়। সবুজ বাংলাদেশ বিনির্মাণে গাছের চারা রোপণ কর্মসূচি হাতে নিয়েছেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বি. এইচ. আর. এফ) কুমিল্লা মহানগর শাখার সদস্যরা।
কুমিল্লা নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে বৃক্ষ রোপণ করে শিক্ষার্থীদের উৎসাহ জোগাচ্ছেন এবং বিতরণ করছেন গাছের চারাও।কুমিল্লা নগরীর ২০নং ওয়ার্ডে অবস্থিত মক্কী নগর মাদরাসা থেকে এই কর্মসূচি শুরু হয়।
গাছের চারা রোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা চালান বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন। ছাত্র-ছাত্রীদের নিয়ে মাদরাসা প্রাঙ্গণে গাছের চারা রোপণ করা হয়। মাদরাসার প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে ফলজ গাছের চারা উপহার দেওয়া হয়। চারা পেয়ে বেশ উচ্ছ্বসিত হয় শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা দায়রাজজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট বদিউল আলম সুজন।
এসময় তিনি বলেন- জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। আমরা বর্ষার এই সময়টুকুকে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণের জন্য বেছে নিয়েছি।সংগঠনটির এই কাজ আগামী দিনেও অব্যাহত থাকবে।
হিউম্যান রাইটস ফাউন্ডেশন কুমিল্লা মহানগর শাখার সভাপতি মো: হারুনুর রশীদ ভূঁইয়া বলেন- ‘বর্তমান সময়ে তরুণদের একটা বড় অংশ বিপথগামী।সেই সময়ে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বি. এইচ. আর. এফ) কুমিল্লা মহানগর শাখার নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায় এজাতীয় কর্মসূচির মাধ্যমে আমরা তাদেরকে ভালো কাজে সম্পৃক্ত করতে চাই ।
তিনি বলেন -পরিবেশ বিপর্যয় ঠেকাতে আমরা বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করছি। এর চেয়ে ভালো কী হতে পারে। এভাবে আমরা সবাই মিলে একটু একটু করে ভালো কাজ করলে সমাজ বদলে যাবে।
এসময় উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস ফাউন্ডেশন কুমিল্লা মহানগর শাখার সেক্রেটারি এডভোকেট নাছির আহাম্মদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো:ফরহাদ হোসেন , সহ সভাপতি জনাব টন্টু কুমার চক্রবর্তী,সদস্য জনাব ডাক্তার নাসির উদ্দীন মজুমদার প্রমুখ।