নীতিমালা (Editorial Policy)

    হালনাগাদ: ২৭ আগস্ট ২০২৫

    আমাদের প্রতিশ্রুতি

    • দ্রুত, সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন।
    • স্থানীয় খবরকে অগ্রাধিকার, জাতীয় ও আন্তর্জাতিক খবরের নির্ভরযোগ্য উপস্থাপন।
    • স্বার্থসংশ্লিষ্টতা থাকলে সুস্পষ্টভাবে জানানো।

    সংগ্রহ ও যাচাই (Sourcing & Verification)

    • প্রতিটি খবর ন্যূনতম ২টি বিশ্বাসযোগ্য উৎস থেকে যাচাইয়ের চেষ্টা করা হয়; সম্ভব না হলে উৎসের প্রকৃতি উল্লেখ করা হয়।
    • ডেটা, ছবি, ভিডিও—যাচাইযোগ্য প্রমাণ ছাড়া “নিশ্চিত” হিসেবে প্রকাশ করা হয় না।
    • যেখানে তথ্য অনুমাননির্ভর, সেখানে “প্রাথমিক/আংশিক তথ্য” বলে স্পষ্ট করা হয়।

    সংশোধনী নীতি (Corrections)

    • ভুল ধরা পড়লে দ্রুত শিরোনাম/বডি আপডেট ও “হালনাগাদ” নোট যুক্ত করা হয়।
    • মূলগত ভুল হলে আলাদা “সংশোধনী/পরিষ্কারীকরণ” নোটিস যোগ করা হয়।

    নিরপেক্ষতা ও স্বার্থের দ্বন্দ্ব

    • রিপোর্টার/সম্পাদক ব্যক্তিগত বা আর্থিক স্বার্থসম্পন্ন বিষয়ে কাজ করলে তা প্রকাশ করা হয় বা কাজটি অন্য সদস্য গ্রহণ করেন।
    • উসকানিমূলক ভাষা, ঘৃণাবাদ, বৈষম্যপূর্ণ উপাদান থেকে বিরত থাকা।

    বিজ্ঞাপন ও বাণিজ্যিক কনটেন্ট

    • বিজ্ঞাপন/স্পনসর্ড কনটেন্টকে “বিজ্ঞাপন/স্পনসর্ড” হিসেবে স্পষ্টভাবে চিহ্নিত করা হয়।
    • বিজ্ঞাপন সম্পাদকীয় সিদ্ধান্তে প্রভাব ফেলে না।

    গোপনীয়তা নীতি (Privacy)

    • পাঠকের ব্যক্তিগত তথ্য (নাম, ইমেইল, ফোন) অনুমতি ছাড়া তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করা হয় না, আইনগত বাধ্যবাধকতা ছাড়া।
    • ফর্ম/ইমেইলে প্রাপ্ত তথ্য কেবল পাঠকসেবা ও সম্পাদকীয় উদ্দেশ্যে ব্যবহার করা হয়।

    তথ্যদাতার নিরাপত্তা (Source & Whistleblower Safety)

    আমরা তথ্যদাতার পরিচয় সর্বোচ্চ গোপন রাখার নীতি অনুসরণ করি। আইন অনুযায়ী বাধ্য না হলে কোনো উৎসের পরিচয় প্রকাশ করা হয় না।

    • কম ঝুঁকির উপায়: আমাদের অফিসিয়াল ফর্ম/ইমেইলে তথ্য পাঠান; আপনার নাম/পরিচয় না দিলে “নাম গোপন রাখতে চান” উল্লেখ করুন।
    • মেটাডেটা সচেতনতা: ছবি/ডকুমেন্টে লুকানো মেটাডেটা থাকতে পারে—প্রয়োজনে মেটাডেটা মুছে পাঠান।
    • নিরাপদ যোগাযোগ টিপস: পাবলিক/শেয়ারড ডিভাইস এড়িয়ে চলুন, প্রয়োজন হলে ভিন্ন ইমেইল ব্যবহার করুন, স্ক্রিনশট/ডকুমেন্টে ব্যক্তিগত তথ্য ঢেকে দিন।
    • আইনি বিষয়: এই পেজ আইনি পরামর্শ নয়। সংবেদনশীল/উচ্চঝুঁকির ক্ষেত্রে স্বাধীন আইনি পরামর্শ নিন।
    নিরাপদে তথ্য পাঠাতে চান?
    • ইমেইল: lalmaipress24@gmail.com (বা আপনার পছন্দের সম্পাদকীয় ইমেইল)
    • ফেসবুক পেইজ: facebook.com/lalmaipress24
    • মোবাইল/এসএমএস: ০১৭১১১৫৬৪৪৬ (জরুরি প্রয়োজনে)

    ব্যবহারকারীর অধিকার

    • আপনার সম্পর্কে আমাদের কাছে থাকা তথ্য দেখতে/সংশোধন করতে অনুরোধ করতে পারেন।
    • অপ্রয়োজনীয় যোগাযোগ বন্ধ করার অনুরোধ জানাতে পারেন।

    কপিরাইট ও কন্টেন্ট ব্যবহার

    • লালমাই প্রেসের কনটেন্ট অনুমতি ছাড়া পুনঃপ্রকাশ নিষিদ্ধ—ফেয়ার ইউজের ক্ষেত্রে উৎস উল্লেখ আবশ্যক।

    যোগাযোগ

    📝 সম্পাদক: আবু জাফর মোহাম্মদ সালেহ
    📞 মোবাইল: ০১৭১১১৫৬৪৪৬
    🏢 অফিস: চৌরঙ্গী সুপার মার্কেট, কান্দিরপাড়, কুমিল্লা
    🌐 ফেসবুক: facebook.com/lalmaipress24