এখানে বিজ্ঞাপন দিন

চিরস্থায়ী ছুটিতে লালমাই থানার পুলিশ সদস্য রিয়াজ উদ্দিন



    লালমাই (কুমিল্লা) প্রতিনিধি


    অসুস্থ বাবাকে দেখতে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন কুমিল্লার লালমাই থানায় কর্মরত কনস্টেবল রিয়াজ উদ্দিন (৩১)। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের পশ্চিম চেঙ্গাহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত রিয়াজ উদ্দিন চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ঘড়িমণ্ডল গ্রামের বেলাল হোসেনের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

    পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বাড়ির উঠোনে পিছলে পড়ে রিয়াজ উদ্দিনের বাবা বেলাল হোসেনের একটি হাত ভেঙে যায়। খবর পেয়ে রিয়াজ ছুটি নিয়ে শনিবার রাত ১১টার পর ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেলে কর্মস্থল থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন।

    পশ্চিম চেঙ্গাহাটা মোড়ে পৌঁছলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে গুরুতর আহত হন। মাথায় হেলমেট থাকলেও সড়কের পাশের একটি পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে মুখে ও থুতনিতে মারাত্মক আঘাত পান। স্থানীয়রা তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “রিয়াজ উদ্দিন ছিলেন একজন দায়িত্বশীল পুলিশ সদস্য। তার মৃত্যুতে লালমাই থানা পুলিশ পরিবার গভীর শোকাহত।”





    আগের খবর পরের খবর
    এখানে বিজ্ঞাপন দিন
    এখানে বিজ্ঞাপন দিন
    এখানে বিজ্ঞাপন দিন