
লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং থানার পরিদর্শক (তদন্ত) শরীফ ইবনে আলম এর সঞ্চালনায় ওপেন হাউজ ডে তে বক্তব্য রাখেন লালমাই উপজেলা বিএনপির আহবায়ক মাসুদ করিম, সদস্য সচিব ইউসুফ আলী মীর পিন্টু, উপজেলা জামায়াতের সেক্রেটারী ইমাম হোসাইন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাস্টার জাহাঙ্গীর সর্দার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহ আলম, উপজেলা যুবদলের আহবায়ক জাবের আহমেদ, বাকই উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আইজিডব্লিউএফ বাগমারা বাজারের সভাপতি ওয়াদুদ তালুকদার, থানার সেকেন্ড অফিসার এসআই ফারুক হোসেন, লালমাই প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক প্রদীপ মজুমদার, দপ্তর সম্পাদক সাংবাদিক মাসুদ রানা, বাগমারা দক্ষিণ জামায়াতের সেক্রেটারী ইকবাল হোসাইন, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা আবদুল্লাহ আল মাহমুদ অপু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লালমাই উপজেলার সাবেক আহবায়ক নোমান হোসেনসহ অনেকে।
এ-সময় মাদক নিয়ন্ত্রণে নিয়মিত পুলিশের টহল জোরদার, ইভটিজিং, জুয়া, কিশোর গ্যাং, অপরাধীদের পক্ষে থানায় তদবির, চাঁদাবাজি ও থানা এলাকায় দালাল চক্রের দৌরাত্ম বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।
বক্তব্যে অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম বলেন, "পুলিশ জনগণের বন্ধু। মানবিক সমাজ গঠনে পুলিশের অবদান রাখতে চাই। এজন্য জনগণের সহযোগিতা অপরিহার্য। মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে জনগণকে আমরা পাশে চাই।"