এখানে বিজ্ঞাপন দিন

লালমাইয়ে ফিটনেসবিহীন গাড়ি চালানোর দায়ে ১০ জনকে ইউএনও’র জরিমানা

    কুমিল্লার লালমাইয়ে রেজিষ্ট্রেশন ও লাইসেন্স ব্যতীত মোটরযান চালানো, সরকারি বিধিনিষেধ অমান্য করে মহাসড়কে ঝুঁকিপূর্ণভাবে যানবাহন চালানোর অপরাধে ১০ জনকে ৪৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (৪ জুন) দুপুর ১২টায় লালমাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসার নেতৃত্বে কুমিল্লা বিআরটিএ, লালমাই হাইওয়ে থানা এবং লালমাই থানা পুলিশের সমন্বয়ে উপজেলার বাগমারা বাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এই অভিযান পরিচালনা করা হয়৷

    এ-সময় সড়কের যানজট নিরসন, লাইসেন্স ও ফিটনেস সনদ ব্যতীত মোটরযান চালানোর অপরাধে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী ১০ জনকে মোট ৪৩০০০ টাকা জরিমানা করা হয়।

    অভিযানকালে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার, বিআরটিএ কুমিল্লার সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার ফারুক আলম, বিআরটিএ কুমিল্লার মোটর‍যান পরিদর্শক সাইফুল ইসলাম প্রমুখ।

    এসময় লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা বলেন, অভিযান চালিয়ে ১০ জনকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি গাড়ির লাইসেন্স ও ফিটনেস নিয়ে চালকদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।


     

    আগের খবর পরের খবর
    এখানে বিজ্ঞাপন দিন
    এখানে বিজ্ঞাপন দিন
    এখানে বিজ্ঞাপন দিন