
অবৈধভাবে ও অনুমতি ব্যতীত শিকল দিয়ে বানর বেঁধে রাখার অপরাধে কুমিল্লার লালমাইয়ে নোমান হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগৎপুর এলাকা থেকে বানরটি উদ্ধার করে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্যাট হিমাদ্রী খীসা। এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা জানান, অবৈধভাবে বানরটি সংরক্ষণের দায়ে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ করবেন না মর্মে অঙ্গীকারনামা নেওয়া হয়। উদ্ধার হওয়া বন্যপ্রাণীটি লালমাই উদ্যানে অবমুক্ত করার লক্ষ্যে উপজেলা বন কর্মকর্তা জহিরুল ইসলামের নিকট হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উপজেলা বন কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, বানরটি আমাদের হেফাজতে রাখা হয়েছে। একদিন পর লালমাই উদ্যানে ছেড়ে দেওয়া হবে।