এখানে বিজ্ঞাপন দিন

লালমাইয়ে বন্যপ্রাণী অবৈধভাবে শিকল বন্দি করার দায়ে একজনকে অর্থদন্ড!


    নিজস্ব প্রতিবেদকঃ
    অবৈধভাবে ও অনুমতি ব্যতীত শিকল দিয়ে বানর বেঁধে রাখার অপরাধে কুমিল্লার লালমাইয়ে নোমান হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগৎপুর এলাকা থেকে বানরটি উদ্ধার করে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্যাট হিমাদ্রী খীসা। এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা জানান, অবৈধভাবে বানরটি সংরক্ষণের দায়ে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ করবেন না মর্মে অঙ্গীকারনামা নেওয়া হয়। উদ্ধার হওয়া বন্যপ্রাণীটি লালমাই উদ্যানে অবমুক্ত করার লক্ষ্যে উপজেলা বন কর্মকর্তা জহিরুল ইসলামের নিকট হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উপজেলা বন কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, বানরটি আমাদের হেফাজতে রাখা হয়েছে। একদিন পর লালমাই উদ্যানে ছেড়ে দেওয়া হবে।
    আগের খবর পরের খবর
    এখানে বিজ্ঞাপন দিন
    এখানে বিজ্ঞাপন দিন
    এখানে বিজ্ঞাপন দিন