এখানে বিজ্ঞাপন দিন

লালমাইয়ে ২০ চালককে ৩৩ হাজার ৩০০ টাকা জরিমানা


    নিজস্ব প্রতিবেদক:

    কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনা এড়ানো, সড়কে শৃঙ্খলা ও জানমালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করে উল্টোপথে গাড়ি চালানো, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ব্যতীত গাড়ি চালানো এবং দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর অপরাধে মোট ২০ জন মোটরসাইকেল চালককে ৩৩ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা এবং সহকারী কমিশনার (ভূমি) শাহীন আক্তার শিফা। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা লালমাই উপজেলার হরিশ্চর চৌরাস্তায় লাকসাম ক্রসিং হাইওয়ে থানা পুলিশের সহযোগিতায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

    এ-সময় উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা বলেন, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের হরিশ্চর চৌরাস্তায় উল্টোপথে মোটরসাইকেল চালানো এবং হেলমেট, লাইসেন্স ব্যতীত দ্রুত গতিতে গাড়ি চালানোর দায়ে ২০ জন চালককে ৩৩ হাজার ৩০০ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। গাড়ি চালকদের দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ করা হয়। আশা করি এ অভিযানে সবাই সতর্ক থাকবে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    আগের খবর পরের খবর
    এখানে বিজ্ঞাপন দিন
    এখানে বিজ্ঞাপন দিন
    এখানে বিজ্ঞাপন দিন